ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
ফাইল ছবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকাগামী সড়কে যানবাহনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার দিবাগত রাত থেকে যানজটের সৃষ্টি হয়। এর আগে শুক্রবার দুপুর থেকে ধীরগতিতে যানবাহন চলাচল করলে এই সড়কটিতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।
মহাসড়কে চলাচলকারী ড্রাইভারদের কাছ থেকে জানা যায়, চট্রগ্রাম মহাসড়কটিতে প্রতিনিয়ত যানজটের কবলে পরতে হয়। দিনের চেয়ে রাতে সমস্যা চরম আকার ধারণ করে। রাত ১২টা থেকে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সহিদ নগর থেকে ঢাকাগামী সড়কটি যানজটের সৃষ্টি হয় যা মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা সেতু পর্যন্ত থাকে।
তারা আরো জানান, ২৫ কিলোমিটার সড়কটি পার হতে প্রায় ২ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। মেঘনা সেতুর টোল প্লাজায় মালবাহী যানবাহন ধীরগতিতে স্কেলিং করার কারণেই যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সপ্তাহের ছুটির দিনগুলোতে যানবাহন চলাচল বেশি থাকায় মহাসড়কের ঢাকাগামী সড়কটিতে দীর্ঘ যানবাহনের চাপ থাকে। তাছাড়া মেঘনা সেতু প্রান্তে যানবাহন স্কেলিং করতে কিছুটা সময় বেশি লাগে। তবে আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকে।
ভবতোষ চৌধুরী নুপুর/এআরএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অদক্ষতার কারণে কম বেতনের চাকরিতেও বেশি খরচে বিদেশে যায় শ্রমিকরা
- ২ যৌথবাহিনীর অভিযানে আটকের পর বহিষ্কৃত যুবদল নেতার মৃত্যু
- ৩ কুড়িগ্রামে বাড়ছে শীতের দাপট, ১২ ডিগ্রিতে তাপমাত্রা
- ৪ বাজারের অনিশ্চয়তায় থমকে আছে চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি
- ৫ ফোন কিনতে বন্ধুদের নিয়ে বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেফতার