ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

২০০ লিটার নকল মধু জব্দ, ৪ জনের সাজা

ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ১০:০৮ এএম, ২৮ ডিসেম্বর ২০১৭

কিশোরগঞ্জের ভৈরবে এক বাড়িতে অভিযান চালিয়ে ২০০ লিটার নকল মধুসহ ১০ জনকে আটক করেছে র্যাব-১৪ এর সদস্যরা। পরে চারজনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়।

মঙ্গলবার রাত ৯টার দিকে পৌর শহরের নিউটাউন এলাকা থেকে তাদের আটক করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন- রবি চাকমা (২৫), সাইফুল্লা চাকমা (১৮), মতিলাল চাকমা (২৮) ও মংলা নিলয় চাকমা ( ২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে র্যাব-১৪ এর সদস্যরা পৌর শহরের নিউটাউন এলাকার ফারুক মাস্টার ও মোমতাজ বেগমের বাড়িতে অভিযান চালায়।

এ সময় ২০০ লিটার নকল মধু উদ্ধারসহ ১০ জনকে আটক করা হয়। অভিযানের সময় বাড়ির মালিক বাসায় ছিলেন না। তবে আটকরা ভাড়া বাসায় থাকত বলে জানায় র্যাব। ঘটনার সঙ্গে জড়িত না থাকায় আটকদের মধ্য ছয়জনকে ছেড়ে দেয়া হয়। অপর চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত।

বিয়ষটি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ বলেন, আটক চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

আসাদুজ্জামান ফারুক/এএম/আইআই