ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছেলেকে ভোট দিতে কোলে চড়ে কেন্দ্রে ১২০ বছরের বৃদ্ধা

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) | প্রকাশিত: ১১:১৫ এএম, ২৮ ডিসেম্বর ২০১৭

নির্বাচনে নিজের স্বজনকে বিজয়ীর বেশে দেখতে কার না সাধ জাগে! নির্বাচনের ঘোষণা দেয়ার পর থেকেই পরিবারের সকল সদস্যের পাশাপাশি মাঠে নেমে পড়েন প্রার্থীর স্বজনরা। তবে কোনো প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবচেয়ে বেশি উতলা থাকেন তার মা। তাইতো ছেলের বিজয় নিশ্চিত করতে কেন্দ্রে এসে ভোট দিলেন ১২০ বছর বয়সী হালিমা বেগম।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয় সদ্য প্রতিষ্ঠিত শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ও ব্রাহ্মডুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। দুপুরে ব্রাহ্মডুরা ইউনিয়ন পরিষদের মেম্বার প্রার্থী ছেলে লুৎফুর রহমানের প্রতীকে (ফুটবল) ভোট দিতে কোলে চড়ে শুকুর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছুটে আসেন ১২০ বছর বয়সী বৃদ্ধা হালিমা বেগম। ওই সময় তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি মুখে কোনো কথা বলতে পারেননি। তবে ইশারা-ইঙ্গিতে বুঝিয়ে দেন তিনি তার সন্তানকে বিজয়ীর বেশে দেখতে চান।

মেম্বার প্রার্থী লুৎফুর রহমান বলেন, আমার মা মুখে কথা বলতে পারেন না। কিন্তু সকাল থেকেই আমার ফুটবল মার্কায় ভোট দেয়ার জন্য ইশারা-ইঙ্গিত করতে থাকেন। প্রথমে না বুঝলেও পরবর্তীতে আমরা বুঝতে পারি তিনি ভোট দিতে চান। পরবর্তীতে ভোট কেন্দ্রে নিয়ে আসলে তিনি কিছুটা স্বস্তি বোধ করেন।

কামরুজ্জামান আল-রিয়াদ/আরএআর/জেআইএম

আরও পড়ুন