খালেদা নির্দোষ হলে অবশ্যই খালাস পাবেন : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশের বিচার ব্যবস্থায় মামলার রায়কে প্রভাবিত করার কোনো সুযোগ নেই। খালেদা জিয়া যদি সত্যিকার অর্থেই নির্দোষ হন, তবে অবশ্যই তিনি খালাস পাবেন। এ নিয়ে মিথ্যাচার করে জণগণকে বিভ্রান্ত করার মাধ্যমে অপরাধ আড়াল করার সুযোগ নেই।
শুক্রবার বিকেলে কুষ্টিয়া জেলা পরিষদ অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হানিফ আরও বলেন, বিএনপি নেতাদের কথাবার্তায় প্রমাণিত হয়, তারা আসলেই অপরাধ করেছেন। বিএনপির অর্থ-আত্মসাৎ ও দুর্নীতি সন্দেহাতীতভাবে প্রমাণ হচ্ছে। তাই দলটির নেতাদের মধ্যে শঙ্কা, রায় তাদের বিরুদ্ধে যাবে এবং তারা দণ্ডিত হবেন।
এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান