ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দলীয় কর্মীদের হামলায় আইসিইউতে যুবলীগ নেতা

সাভার (ঢাকা) | প্রকাশিত: ০৭:০৯ এএম, ৩০ ডিসেম্বর ২০১৭

সাভারের আশুলিয়া থানা যুবলীগের আহ্ববায়ক কমিটির এক নেতার অনুসারীদের হামলায় ইউনিয়ন যুবলীগের এক নেতা আহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে।

আহত যুবলীগ নেতার নাম শামীম মন্ডল। তিনি আশুলিয়া সদর ইউনিয়ন যুবলীগের ২নং ওয়ার্ডের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। বর্তমানে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, হামলাকারীরা আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কুসুম মোল্লার অনুসারী। দলীয় প্রভাব বিস্তার এবং মাদক ব্যবসা নিয়ে কোন্দলের কারণে এই হামলা চালানো হয়েছে।

স্থানীয় যুবলীগ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দুর্গাপুর এলাকায় নিজ বাড়িতে যাওয়ার পথে থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কুসুম মোল্লার অনুসারী নয়নের নেতৃত্বে একদল হামলাকরী শামীম মন্ডলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা তাকে কুপিয়ে জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা শামীম মন্ডলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সেখান থেকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ নাসির হোসেন জানান, আহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের জখম রয়েছে। এছাড়াও মাথায় ছুরিকাঘাতের কারণে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

এ বিষয়ে কুসুম মোল্লার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, হামলাকারী নয়নের সঙ্গে শামীমের পূর্ব শত্রুতা ছিল। এক সময় নয়নের ওপর শামীমও হামলা চালিয়েছিল। সেই ঘটনার প্রতিশোধ নিতে নয়ন এই হামলা চালিয়ে থাকতে পারে।

এ ব্যাপারে আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল জানান, এমন কোনো ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আল-মামুন/আরএআর/এমএস

আরও পড়ুন