ব্রাহ্মণবাড়িয়ায় রাজনের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
সিলেটে শিশু সামিউল আলম রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সকল আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে ঝিলমিল শিশু কিশোর সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঝিলমিল শিশু কিশোর সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মো. মনির হোসেনের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি আল আমিন শাহীন, দফতর সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান উজ্জ্বল চক্রবর্তী প্রমুখ।
মানবন্ধনে বক্তারা শিশু রাজনের হত্যাকান্ডকে ন্যাক্কারজনক উল্লেখ করে এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ২ ভেকু দিয়ে নির্মাণাধীন রাস্তা কাটলেন আওয়ামী লীগ নেতা
- ৩ মা হলো ধর্ষণের শিকার কিশোরী, তিন মাসেও আসামিকে ধরতে ব্যর্থ পুলিশ
- ৪ সুদের টাকা আদায়ে ব্যবসায়ীর নামে আওয়ামী লীগ নেতার ১৯ মামলা
- ৫ নিজ বাড়িতে ‘যৌনকর্মীদের’ আশ্রয়, জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার