ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জ প্রেস ক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ১১:৩০ এএম, ০১ জানুয়ারি ২০১৮

কিশোরগঞ্জ প্রেস ক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কার্যকরী কমিটি সময় মতো নির্বাচন করতে না পারায় এ কমিটি গঠন করা হয়।

রোববার রাতে কিশোরগঞ্জ প্রেস ক্লাবে বিদায়ি সভাপতি কাজী শাহীন খানের সভাপতিত্বে কার্যকরী পরিষদের সভায় সাংবাদিক এ. বি. এম লুৎফর রাশিদ রানাকে আহ্বায়ক ও সাংবাদিক মনোয়ার হোসাইন রনিকে সদস্য সচিব করে ৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন- নজরুল ইসলাম নুরু, শেখ মাসুদ ইকবাল ও শুভ-আল-মাহমুদ।

সংগঠনের গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে এ কমিটি ক্লাবের নিয়মিত কাজ পরিচালনাসহ আগামী ৬ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠন করবে।

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর কিশোরগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার হলেও ওদিন ভোটগ্রহণের কিছু সময় আগে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ক্লাবের কয়েকজন সদস্যের নেতৃত্বে একটি গ্রুপ প্রেস ক্লাব দখল করে নেয়। ফলে ওদিন রাতে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত ঘোষণা করে। এখনও ক্লাবের নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে।

নূর মোহাম্মদ/এএম/আরআইপি

আরও পড়ুন