ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পঞ্চগড়ে শিক্ষা কর্মকর্তার মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ১০:৫৪ এএম, ০২ জানুয়ারি ২০১৮

পঞ্চগড়ে ভাড়া বাড়ির শোয়ার ঘর থেকে নিত্য গোপাল রায় (২৯) নামে কারিগরি শিক্ষা প্রকল্পের এক কর্মকর্তার ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে জেলা শহরের নতুনবস্তি রাজনগর এলাকার হাজী নুরুজ্জামানের চারতলা ভবনে একটি ইউনিটের মূল দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।

নিত্য গোপাল দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মুর্শিদহাট এলাকার ননী গোপাল রায়ের ছেলে। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সকালে পরিবারের মরদেহ হস্তান্তর করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত নিত্য গোপাল পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ‘বি-সেপ’ নামে একটি প্রকল্পে কো-অর্ডিনেটর ছিলেন। তিনি রাজনগর মহল্লার চারতলা ভবনের ওই ইউনিটের একটি কক্ষে ভাড়া থাকতেন। একই ইউনিটের আরেক কক্ষে ভাড়া থাকতেন গৌতম চন্দ্র রায় নামে এক ব্যাংক কর্মকর্তা।

সোমবার বিকেলে নিত্য গোপালের সহকর্মীরা তার বাড়ি যান। কিন্তু ইউনিটের মূল দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ ছিল। অনেক ডাকা ডাকির পর সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন সহকর্মীরা।

এসময় ব্যাংক কর্মকর্তা গৌতম চন্দ্র রায়ও বাড়ির বাইরে ছিলেন। পরে নিত্য গোপালের বড় ভাই রঞ্জিত কুমার রায় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে দরজা ভেঙে ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

সদর থানা পুলিশের ওসি রবিউল হাসান সরকার বলেন, ঘরের দরজা জানালা ভেতর থেকে লাগানো ছিল। পরে পরিবারের সদস্য এবং স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

সফিকুল আলম/এমএএস/আরআইপি

আরও পড়ুন