ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানকে গুলি : গ্রেফতার হয়নি কেউ

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ১০:০৯ এএম, ০৩ জানুয়ারি ২০১৮

সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনকে মঙ্গলবার রাত ৯টার দিকে গুলি করে দুর্বৃত্তরা। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। রাতে গুলিবিদ্ধ ইউপি চেয়ারম্যানকে সদর হাসপাতালে নিয়ে আসার পর অপারেশন করে গুলি বের করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

এদিকে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বলেন, ঘটনার পর থেকে দুর্বত্তদের সনাক্তে মাঠে নেমেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে সনাক্ত করা যায়নি।

স্থানীয়রা জানান, ফারুক হোসেন নিজের বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে সখিপুর মোড়ে গুলি চালায় দুর্বৃত্তরা। এরপর উদ্ধার করে দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার্ড করেন।

আকরামুল ইসলাম/এফএ/আইআই

আরও পড়ুন