ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হবিগঞ্জে বজ্রপাতে নিহত ৪

প্রকাশিত: ০৭:৩৫ এএম, ১৫ জুলাই ২০১৫

হবিগঞ্জের আজমিরীগঞ্জে খেয়া পারাপারের সময় বজ্রপাতে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। বুধবার দুপুর ১২টায় উপজেলা সদরের বিরাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বিরাট গ্রামের মুছা মিয়া (৫০), প্রীতিশ সূত্রধর (৩০), অনজিৎ সূত্রধর (৪৫) ও নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার টাকুয়া গ্রামের প্রসেন সূত্রধর (২২)। আহতরা হলেন, বিরাট গ্রামের সোহেল রায় (২০) ও মোহন মিয়া। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজমিরীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর বখত চৌধুরী জানান, বুধবার দুপুরে বিরাট গ্রামের নিকট পুরাতন কুশিয়ারা নদীতে একটি ডিঙ্গি নৌকাযোগে তারা খেয়া পারাপার হচ্ছিল। এসময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে তাদের স্বজনরা এসে মরদেহগুলো নিয়ে যায়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএস/এমআরআই