পার্বতীপুর-ঢাকা রুটে ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু
ঈদে ঘরমুখি মানুষের বাড়ি ফেরা ও ঈদ শেষে কর্মস্থলে ফিরে যাওয়ার সুবিধার্থে রেলওয়ে পশ্চিম জোনে বৃহৎ রেলজংশন পার্বতীপুর-ঢাকা রুটে দুইটি ‘ঈদ স্পেশাল’ ট্রেন চলাচল শুরু করেছে। বুধবার থেকে এ ট্রেন দুটি চলাচল শুরু করে চলবে ২৬ জুলাই পর্যন্ত। তবে ঈদের দিন ও ঈদের পরদিন ট্রেন চলাচল বন্ধ থাকবে।
রেলওয়ে সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারও ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ৯টি যাত্রীবাহী কোচ নিয়ে পার্বতীপুর-ঢাকা রেলপথে ঈদ স্পেশাল ট্রেন চলাচল করছে। ট্রেনের আসন রয়েছে ৭২৮টি। এর মধ্যে প্রথম শ্রেণির ফ্লাট ২৪টি ও শোভন সাধারণ ৭০৪টি। ট্রেনটি প্রতিদিন সকাল ৬.৪৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে বিকেল ৩.৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
ঢাকায় দেড় ঘণ্টা বিরতির পর ট্রেনটি কমলাপুর রেলস্টেশন থেকে বিকেল ৫.২০ মিনিটে ছেড়ে রাত ৩ টায় পার্বতীপুর এসে পৌঁছাবে। ট্রেনটি ফুলবাড়ী, বিরামপুর, পাঁচবিবি, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, মাধনগর, নাটোর, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়াই ব্রিজ, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও পূর্ব, মির্জাপুর, মৌচাক, জয়দেবপুর এবং বিমানবন্দর স্টেশনে থামবে।
পার্বতীপুর স্টেশন মাস্টার জিয়াউল আহসান জানান, বুধবার ‘ঈদ স্পেশাল’ ট্রেন সকাল ৬.৪৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে গেছে।
এমদাদুল হক মিলন/এসএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শাপলা কলির কর্মী-সমর্থকদের ওপর হামলা, থানা ঘেরাও করলেন হান্নান মাসউদ
- ২ শয়তান দেখলে আউযুবিল্লাহ, জামায়াত-শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে
- ৩ পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির
- ৪ বিএনপিই পারে দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করতে: তারেক রহমান
- ৫ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চাইলেন তারেক রহমান