মুখোমুখি অবস্থানে ভোমরা বন্দর ও সিঅ্যান্ডএফ
ফাইল ছবি
সাতক্ষীরার ভোমরা বন্দর কর্তৃপক্ষের অতিরিক্ত নাইট চার্জ দাবিকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নিয়েছে বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সংগঠন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। ফলে বন্ধের উপক্রম হয়ে পড়েছে আমদানি রফতানি।
অতিরিক্ত চার্জের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সকল আমদানি রফতানি কার্যক্রম অঘোষিতভাবে বন্ধ রাখে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। পরে অবশ্য ৬ দফা দাবির প্রস্তাব দেয় ব্যবসায়ীদের এ সংগঠন।
বন্দরের ব্যবসায়ীরা জানান, সন্ধ্যা ৬টার পর ভারত থেকে কোনো গাড়ি বাংলাদেশে প্রবেশ করলে তা খালাশ করার জন্য বন্দর কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা দাবি করে। এজন্য আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
তবে এ ব্যাপারে ভোমরা বন্দরের উপ-পরিচালক (ডিডি) আব্দুল জলিল বলেন, অতিরিক্ত কোনো ফি দাবি করা হচ্ছে না। যেটি দাবি করা হচ্ছে সেটি সরকারি গেজেটে উল্লেখ রয়েছে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, সংগঠনের পক্ষ থেকে ৬ দফা দাবির প্রস্তাব দেয়া হয়েছে। দাবি মানা না হলে সকল কার্যক্রম বন্ধ রাখা হবে।
আকরামুল ইসলাম/এফএ/আইআই