হয়রানি থেকে মুক্তি পেতে ভুক্তভোগীদের মানববন্ধন
লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকার মমিন উল্যা নামের এক ব্যক্তির হয়রানি থেকে মুক্তি পেতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অর্ধশতাধিক নারী-পুরুষ এ মানববন্ধন করেন। এ সময় মমিন উল্যা ও তার সহযোগীদের বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা।
মানববন্ধনে অভিযোগ করা হয়, সদর উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকার প্রভাবশালী মমিন উল্যা ও তার অনুসারীদের কাছে জিম্মি হয়ে পড়েছে কয়েকটি পরিবার। তারা খুন, চাঁদাবাজি, জোরজুলুম, জাল দলিল তৈরি করে জমি ও ঘর-ভিটা দখল এবং ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে নিরীহ ব্যক্তিদের হয়রানি করছে।
স্থানীয় প্রশাসনের কাছে এ বিষয়ে লিখিতভাবে প্রতিকার চেয়েও কোনো সুফল মেলেনি। এজন্য বাধ্য হয়েই তারা মানববন্ধন করেছেন। এ সময় মমিন উল্যাকে ভূমিদস্যু ও ডাকাত আখ্যা দিয়ে বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে ভুক্তভোগীরা বিচারের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন তেওয়ারীগঞ্জ এলাকার ভুক্তভোগী আনোয়ার হোসেন, হাসানুজ্জামান মাসুম, জামাল উদ্দিন, জহিরুল ইসলাম ও ইসমাইলসহ অনেকে।
কাজল কায়েস/এমএএস/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খালেদা জিয়া আপস করলে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন: খোকন
- ২ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই কমিশনের বড় চ্যালেঞ্জ: জোনায়েদ সাকি
- ৩ মমেক হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে চিকিৎসকের তর্ক
- ৪ কুষ্টিয়ার বিষাক্ত অ্যালকোহল পানে কলেজছাত্রের মৃত্যু
- ৫ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুলের মরদেহ ফিরিয়ে দিলো ভারত