ইউপি চেয়ারম্যান খুন, আসামিদের ধরতে এলাকাবাসীর মানববন্ধন
বরগুনার কাকচিড়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান বশির আহমেদ সিকদারকে পিটিয়ে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার দুপুর ১২টার দিকে কাকচিড়া বাজারে এ মানববন্ধন করেন স্থানীয়রা। মানববন্ধনে কাকচিড়া ও এর আশপাশের এলাকার নানান শ্রেণি-পেশার প্রায় দুই সহস্রাধিক মানুষ অংশ নেয়।
এতে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী মো. ফারুক, কাকচিড়া ইনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আলাউদ্দীন পল্টু, কাঁঠালতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হাবীবুর রহমান, পাথরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মতিয়ার রহমান মোল্লা প্রমুখ।

মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তারা বশির আহমেদ সিকদারকে নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত শাস্তির দাবি জানান।
গত ১৫ ডিসেম্বর শুক্রবার কাকচিড়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা আয়োজন করে কাকচিড়া ইউনিয়ন বিএনপি। সভা চলাকালীন সময়ে পূর্ব শত্রুতা ও কমিটিকে কেন্দ্র করে বশির সিকদারের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এতে গুরুতর আহত হন বশির সিকদার। পরে গত ৩ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে পাথরঘাটা থানায় একটি মামলা দায়ের করে নিহতের ছেলে মো. হাসিবুল হাসান জয়।
সাইফুল ইসলাম মিরাজ/এমএএস/আইআই