দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
কুমিল্লায় দুর্ঘটনাকবলিত ডেমু ট্রেন উদ্ধারের পর সাড়ে ৫ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে ডেমু ট্রেনটি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
ঘটনাস্থল থেকে রেলওয়ের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, ডেমু ট্রেনের একটি বগির ৮টি চাকা লাইনচ্যুত হওয়ার পর লাকসাম থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ১২টার দিকে উদ্ধার অভিযান শুরুর পর বিকেল ৩টার দিকে উদ্ধার কাজ শেষ হয়।
ওই দুর্ঘটনার ফলে কুমিল্লা, ময়নামতি, আখাউড়া ও লাকসামসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়া ট্রেনগুলো গন্তব্যের উদ্দ্যেশে রওয়ানা দিয়েছে বলেও জানান তিনি।
এর আগে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আখাউড়া থেকে যাত্রীবাহী একটি ডেমু ট্রেন কুমিল্লা আসার পথে বানাসোয়া রেলক্রসিং এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ডেমু ট্রেনের একটি বগির ৮টি চাকা লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় বিভিন্ন স্টেশনে আটকা পড়া যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান