ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে পৌরমেয়রের ১০ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮

অস্ত্র আইনে মেহেরপুরে গাংনী পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে সাব জজ-২ আদালতের বিচারক তাজুল ইসলাম ওই দণ্ডাদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ২৭ মে অস্ত্র উঁচিয়ে বর্তমান মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেনকে গুলি করতে যায় বর্তমান মেয়র আশরাফুল ইসলাম। এসময় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব ও পুলিশ। এরপর তার কাছ থেকে একটি পিস্তল, দুইটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ আশরাফুল ইসলামকে আটক করা হয়।

অস্ত্র আইনে মামলা করেন গাংনী র্যাব-৬ এর তৎকালীন এসআই সিরাজুল মোস্তফা। ১৬ জুন আদালতে চার্জশিট দাখিল করেন তৎকালীন গাংনী থানার এসআই নারায়ণ চন্দ্র ঘোষ।

ওই মামলায় আজ দুপুরে আশরাফুল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন সাব জজ-২ এর বিচারক তাজুল ইসলাম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌশলী অ্যাড. রুস্তম আলী রায়ে সন্তোষ প্রকাশ করেন। তবে বাদীপক্ষের আইনজীবী খন্দকার আব্দুল মতিন জানান তারা ন্যায় বিচার পাননি। উচ্চ আদালতে আপিল করা হবে।

আসিফ ইকবাল/এফএ/এমএস

আরও পড়ুন