ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১০:৫৮ এএম, ১৬ জুলাই ২০১৫

আসন্ন ঈদকে সামনে রেখে জয়পুরহাট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সহস্রাধিক শ্রমিকের মাঝে আতব চাল, মুরগি ও আতর-সুরমা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন সংগঠনের কার্যালয় চত্বরে শ্রমিকদের মাঝে এ সকল পণ্য তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিকদের মাঝে এ সকল পণ্য বিতরণ করেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসম তিতাস মোস্তফা, সংগঠনের সভাপতি এমএএইচ আরমান, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান সাবু, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা প্রমুখ।

এসএস/আরআই