ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজন হত্যার প্রতিবাদে আখাউড়ায় মানববন্ধন

প্রকাশিত: ১১:২১ এএম, ১৬ জুলাই ২০১৫

সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আখাউড়া পৌর মুক্তমঞ্চে কুমিল্লাস্থ আখাউড়া উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আশরাফুল আলম চৌধুরী আকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সৈয়দ আমিনুল ইসলাম সাজী, রিপোর্টাস ইউনিটি সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, ছাত্রনেতা আলমনসুর প্রমুখ।

এ সময় বক্তারা অবিলম্বে শিশু রাজনের হত্যা মামলার সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে বিশেষ ট্রাইব্যুনালে বিচার ও শিশু নির্যাতন বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআই