ক্ষিপ্ত শিক্ষক বেধড়ক পেটালেন তৃতীয় শ্রেণির ছাত্রীকে
অনুমতি না নিয়ে বাইরে যাওয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রী তমা আক্তারকে (৭) পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।
আহত তমা আক্তার জেলার আশাশুনি উপজেলার দীঘলারাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ও একই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।
আহত স্কুলছাত্রীর বাবা আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, ২০১৭ সালে দ্বিতীয় শ্রেণির বার্ষিক পরীক্ষা চলাকালে সহকারী শিক্ষক রেশমা খাতুন এক ছাত্রীর খাতায় লিখে দেন।
বিয়ষটি প্রধান শিক্ষক আব্দুল মাজেদকে অবহিত করে মেয়ে তমা। এরপর থেকে এ শিক্ষক তমার ওপর ক্ষীপ্ত হয়। চলতি বছরের জানুয়ারিতে তৃতীয় শ্রেণির নতুন ক্লাস শুরু হলে বিভিন্ন অজুহাতে তমাকে গত ১৫ দিনে দুইবার পিটিয়ে আহত করেছে শিক্ষক রেশমা খাতুন।
তিনি আরও জানান, সোমবার সকালে অনুমতি না নিয়ে ক্লাসের বাইরে যাওয়ায় বেত দিয়ে হাতে ও পিঠে মেরে গুরুতর আহত করে। পরে স্কুল থেকে তমাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে শিক্ষক রেশমা খাতুরের সঙ্গে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মাজেদ জানান, পরীক্ষায় লিখে দেয়ার কথা তমার বাবা আমার কাছে অভিযোগ করেছিল। আজ আমি অফিসের কাজে ব্যস্ত থাকায় মারপিটের বিষয়টি আমার জানা নেই।
আকরামুল ইসলাম/এএম/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপিতে যোগদানের পর আ’লীগ নেতার বাড়িঘরে অগ্নিসংযোগ-লুটপাট
- ২ ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ধোঁয়া-ছাইয়ে বিপন্ন জনজীবন
- ৩ রামুতে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্ডকে গুলি করে হত্যা
- ৪ প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, ভিডিও ভাইরাল
- ৫ তারেক রহমানের ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র: মির্জা ফখরুল