ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি বন্ধ

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৮:৪২ এএম, ১৬ জানুয়ারি ২০১৮

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে মঙ্গলবার সকাল ৭টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে ২টি ফেরি।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নাসির উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় চলাচল অনুপযোগী হয়ে পড়লে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় চলাচল শুরু হবে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের দুই পাড়ে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। আটকা পড়া এসব যানবাহনের যাত্রীরা পোহাচ্ছেন চরম দুর্ভোগ।

বি.এম খোরশেদ/এফএ/জেআইএম

আরও পড়ুন