ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নায়ক মান্নার কণ্ঠ হুবহু নকল করতে পারেন ভক্ত রাশেদুল

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৯:০১ এএম, ১৬ জানুয়ারি ২০১৮

মারা গেছেন জনপ্রিয় নায়ক মান্না। তবে এখনও তার ভক্তের সংখ্যা কমেনি। তেমনই একজন ভক্ত রাশেদুল ইসলাম। মান্নাকে বুকে ধারণ করে তার কণ্ঠটিও নকল করে ফেলেছেন তিনি। সাতক্ষীরা শহরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন রাশেদুল ইসলাম। বাড়ি শহরের মধু মল্লারডাঙ্গি এলাকায়। বাবা হোসসেন আলী মারা গেছেন ছোটকালেই। সেই থেকে এখানে সেখানে বেড়ে ওঠা। শহরে তিনি মান্না ভাই নামেই সর্বাধিক পরিচিত।

শহরের সংগীতা মোড় এলাকায় মান্না ভাইয়ের সঙ্গে কথা হয় জাগো নিউজের এ প্রতিবেদকের। চিত্রনায়ক মান্নার কণ্ঠ হুবহু নকল করতে পারদর্শী তিনি। আর সে কারণেই মান্না ভাই নামে পরিচিতি তার।

জাগো নিউজের সঙ্গে আলাপকালে রাশেদুল ইসলাম বলেন, বাবা মারা গেছেন খুব ছোট বেলায়। এরপর থেকে শহরের সংগীতা সিনেমা হলের আশপাশে তার বেড়ে ওঠা। সিনেমা দেখতে দেখতে একসময় চিত্রনায়ক মান্নার ভক্ত হয়ে যাই। মান্না সব মিলিয়ে ৩৪০টির মত সিনেমা করেছেন। মান্নার এমন কোনো সিনেমা নেই যেটা আমি দেখিনি। অনেক আগে থেকেই মান্নার কণ্ঠ হুবহু নকল করে বলতে পারি।

তিনি আরো বলেন, ইচ্ছা ছিল চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতের সঙ্গে দেখা করার। কিন্তু আজো সে স্বপ্ন পূরণ হয়নি। আমি রাতের বেলায় ভ্যান চালায় আর দিনে বাড়িতে আন্যান্য কাজ করি। বাড়িতে বৃদ্ধা মা, স্ত্রী ও সন্তান রয়েছে। তাদের জন্য উপার্জন করতে হয়।

আকরামুল ইসলাম/এফএ/জেআইএম

আরও পড়ুন