ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু

প্রকাশিত: ১২:১৮ পিএম, ১৬ জুলাই ২০১৫

পাবনার বেড়ায় ট্রাকচাপায় আনোয়ার (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কাশীনাথপুর-নাজিরগঞ্জ মহাসড়কের সাগরকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার বাঁধেরহাট চরপাড়া গ্রামের সেলিম মন্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর আড়াইটার দিকে মাটি টানার কাজে ব্যবহৃত একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এসময় ট্রাকটি পালিয়ে যাওয়া চেষ্টা করলে জনতা ধাওয়া করে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে।

আামিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমীম উদ্দিন সরকার জানান, ট্রাকটিকে আমিনপুর থানায় জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে বলে ওসি জানান।

একে জামান/এসএস/পিআর