বান্দরবানে ইউপিডিএফ নেতা আটক
প্রতীকী ছবি
অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ইউপিডিএফ’র বান্দরবান জেলা শাখার সভাপতি ছোটন কান্তি তঞ্চঙ্গ্যাকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার ভোরে তাকে শহরের বালাঘাটা এলাকার নিজ বাসা থেকে আটক করা হয়।
সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জানান, গোপন বৈঠকের মাধ্যমে ইউপিডিএফ নেতা ছোটন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
সৈকত দাশ/এএম/এমএস