ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিজবাড়িতে অটোচালকের গলাকাটা মরদেহ

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২৪ জানুয়ারি ২০১৮

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নিজবাড়ি থেকে অটোচালক হামিদার রহমানের (৪৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তার স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) ও প্রতিবেশী খতিবর রহমানকে (৪৫) আটক করেছে পুলিশ। নিহত হামিদার রহমান (৪৫) পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের সরকারেরহাট গ্রামের শাহাদত হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রী মনোয়ারা বেগমের চিৎকারে এলাকার লোকজন বাড়িতে ছুটে গিয়ে দেখতে পায় গলাকাটা অবস্থায় হামিদারের মরদেহ পড়ে আছে। এ সময় তার স্ত্রী দাবি করেন তিনি আত্মহত্যা করেছেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফিরজ কবির জানান, এ ঘটনায় তার স্ত্রী ও প্রতিবেশী খতিবর নামে একজনকে আটক করা হয়েছে। তবে কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

রবিউল/এফএ/জেআইএম

আরও পড়ুন