১৪ দল আবারও ক্ষমতায় আসবে : স্বাস্থ্যমন্ত্রী
কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার অধীনে যথা সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। খালেদা জিয়া ও তার দল সেই নির্বাচনে আসবেই। অন্যথায় বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না। আর সেই নির্বাচনে ১৪ দল আবারও সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে।
বুধবার বিকেলে নবনির্মিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৭ কোটি ৫৪ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাইকোর্টের দেয়া রায়ের কারণে তত্ত্বাবধায়ক সরকার মরে গোরস্থানে চলে গেছে। কোনোদিন আর ফিরে আসবে না। তাই শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সংবিধানের বাইরে কোনো কিছু হবে না।
পদ্মা সেতু নিয়ে নাসিম বলেন, খালেদা জিয়া বলেছেন পদ্মা সেতুতে নাকি ওঠা যাবে না। পদ্মা সেতুর কাজ শুরু নয় শেষও হবে শেখ হাসিনার অধীনেই। খালেদা জিয়া ক্ষমতায় আসলে পদ্মা সেতুর কাজ বন্ধ করে দেবে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় রসিকতা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার জন্য পদ্মা সেতুতে টোল ফ্রি করে দেয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল এমএ মোহী, চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক মো. মজিবুল হক, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা স্বাচিপ সভাপতি চিকিৎসক আবু সাঈদ প্রমুখ।
আজিজুল সঞ্চয়/আরএআর/আরআইপি