ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে সার্ভেয়ারকে নির্যাতনের অভিযোগ

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৮:২২ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮

পটুয়াখালীতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামানের বিরুদ্ধে তার দফতরে কর্মরত মো. ফয়সাল মাহমুদ নামে এক সার্ভেয়ারকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন সরকারি দফতরে কর্মরত সার্ভেয়াররা।

অভিযোগে সূত্রে জানা গেছে, গত ২৪/০১/১৮ ইং অফিস চলাকালীন সময়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান অফিস কক্ষে সার্ভেয়ার মো. ফয়সাল মাহমুদকে ডেকে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। তিনি সার্ভেয়ার ফয়সাল মাহমুদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে একটি মুচলেকাও নেন। নির্যাতনের ফলে সার্ভেয়ার ফয়সাল গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসাকের পরামর্শে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। বর্তমানে ফয়সাল সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামানের সাথে একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান জানান, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/জেআইএম

আরও পড়ুন