মেঘনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাথরঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার জানান, বিকেলে মেঘনা নদীতে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের পরনে জিন্স প্যান্ট ও গেঞ্জি ছিল।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম