ঠাকুরগাঁওয়ের এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত থেকে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার ভোরে উপজেলার রত্নাই বিওপি ক্যাম্পের কোটপাড়া এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় তাকে বিএসএফ আটক করে। আটক গরু ব্যবসায়ী আব্দুল বারেক (২৫) বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই মরাধার গ্রামের আব্দুল মজিদের ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, বুধবার ভোরে রত্নাই সীমান্তের ৩৮৩ পিলার এলাকা দিয়ে আব্দুল বারেকসহ কয়েকজন গরু ব্যবসায়ী ভারতে অনুপ্রবেশের সময় সোনামতি বিএসএফ ক্যাম্পের টহলরত জওয়ানরা তাকে ধরে ফেলে। এসময় অন্যরা পালিয়ে আসেন।
ঠাকুরগাঁও-৩০ বিজিবির পরিচালক অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ বিষয়ে বিকেলে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
রবিউল এহসান রিপন/এফএ/আরআইপি