ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দ্বিতীয় দিনে সিরাজগঞ্জে ৪২০ যাত্রীকে জরিমানা

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৮

বিনা টিকিটে ও ছাদে রেলভ্রমণের দায়ে দ্বিতীয় দিনেও সিরাজগঞ্জে বিভিন্ন ট্রেনে অভিযান চালিয়ে ৪২০ জন যাত্রীর কাছ থেকে জরিমানা আদায় করেছেন বাংলাদেশ রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এ অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণ করায় মোট ৪২০ যাত্রীর কাছ থেকে এক লাখ ৩৭ হাজার ৯০০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান বলেন, বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বিনা টিকিটে ৪২০ যাত্রীর কাছ থেকে এক লাখ ৩৭ হাজার ৯০০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়েছে। রেলবিভাগের সচিব এবং মহাপরিচালকের নির্দেশে বিনা টিকিটে ও ছাদে রেলভ্রমণ প্রতিরোধে পশ্চিমাঞ্চল রেলের ৭টি স্থানে বিশেষ ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশন ছাড়াও বাকি ৬টি স্থান হলো, খুলনা, ঈশ্বরদী, শান্তাহার, পার্বতীপুর, লালমণিরহাট ও বগুড়া। এছাড়াও বিনা টিকিটে রেলভ্রমণের বিরুদ্ধে পশ্চিমাঞ্চল রেলওয়ের এ অভিযান দীর্ঘ সময় ধরে চলবে।

fine

এসময় পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান, ডেপুটি সিসি এম ফুয়াদ হোসেন, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মজিবর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সাজেদুল ইসলাম ও স্টেশন মাস্টার মো. ইসমাইল হোসেনসহ জিআরপি পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় পুলিশ উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল মঙ্গলবার দিনব্যাপী পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার (জিএম) মো. খায়রুল আলমের উপস্থিতিতে বঙ্গবন্ধু রেলওয়ে স্টেশনে বিনা টিকিটে ভ্রমণ করায় মোট ৪শ যাত্রীর কাছ থেকে এক লাখ ১৬ হাজার ২৮০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এমএএস/আইআই

আরও পড়ুন