আজও নেতাশূন্য গাইবান্ধা বিএনপি অফিস
গাইবান্ধা শহরের সার্কুলার রোডের জেলা বিএনপির কার্যালয় এখন নেতাকর্মী শূন্য। দরজায় তালা লাগানো ও জানালাগুলো বন্ধ রয়েছে ভেতর থেকে। সকাল থেকে কোনো নেতাকর্মীকে আসতে দেখা যায়নি দলীয় এই কার্যালয়ে। রায়কে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে গত কয়েকদিন থেকে গাইবান্ধার সাত উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থানের পাশাপাশি পুলিশসহ র্যাব, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন সড়কে টহল অব্যাহত রেখেছে।
সরেজমিনে জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের মতো আজ বৃহস্পতিবারও সকাল থেকেই মানুষ ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। আজও চলাচল করছে বিভিন্ন প্রকার যানবাহন। যে যার মতো যাচ্ছে নিরাপদ গন্তব্যে। পুলিশ, র্যাব ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন সড়কে টহল দিচ্ছে।

রায় ঘোষণার পর কোনো কর্মসূচি আছে কিনা এ ব্যাপারে জানতে জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিকের মুঠোফোনে কয়েকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুক বলেন, মানুষের ভয়ের কোনো কারণ নেই, শান্তিশৃঙ্খলা রক্ষায় পুরো জেলায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া বিশৃঙ্খলা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের অবস্থান ছাড়াও বিভিন্ন সড়কে টহল অব্যাহত রয়েছে। সতর্ক রয়েছি আমরা, কোথাও কোন বিশৃঙ্খলা হতে দেয়া হবে না।
রওশন আলম পাপুল/এফএ/পিআর