ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নোবিপ্রবির ৩টি মাইক্রোবাস ভাঙচুর

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৩:০২ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৮

জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নোয়াখালীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সোনাপুর নামকস্থানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) তিনটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন জানান, সকালে জেলা শহর মাইজদি থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসমুখী শিক্ষকদের বহনকারী তিনটি মাইক্রোবাসে দুষ্কৃতিকারীরা অতর্কিত হামলা করে। এতে মাইক্রোবাসগুলোর ৫টি কাঁচ ভেঙে যায়। তবে এতে কোনো শিক্ষক আহত হননি।

hamla

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান জানান, হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকাতা এড়াতে নোয়াখালীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ সকল স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ ও বিজিবির পাশাপাশি র্যাবও টহল দিচ্ছে।

এদিকে রায়কে কেন্দ্র করে নোয়াখালীতে আভ্যন্তরীণ সকল রুটে যানবাহন কম চলাচল করছে । বন্ধ রয়েছে দূরপাল্লার বিভিন্ন যানবাহন।

মিজানুর রহমান/আরএআর/আইআই

আরও পড়ুন