ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় বিএনপি নেতাসহ আরও ৯ জন আটক

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজাকে কেন্দ্র করে গাইবান্ধায় ঝটিকা মিছিল থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ আরও ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে পৃথক মিছিল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা জিয়া পরিষদের সদস্য সচিব খন্দকার আহাদ আহমেদ, গাইবান্ধা পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলরুবা পারভীন ঝর্না ও তমা। অন্যাদের নাম-পদবি জানা যায়নি।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

detention

জানা যায়, শহরের ডিবি রোডের সাদুল্লাপুর মোড় এলাকায় একটি ঝটিকা মিছিল থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদ্দুন নবী টিটুলসহ তিনজনকে, জেলা শহরের ডিবি রোডের মহিলা কলেজের সামনে আরেকটি ঝটিকা মিছিল থেকে জেলা জিয়া পরিষদের সদস্য সচিব খন্দকার আহাদ আহমেদকে এবং গাইবান্ধা পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলরুবা পারভীন ঝর্না ও তমাসহ আরও তিনজনকে আটক করা হয়। মিছিলে পুলিশের ছোড়া রাবার বুলেটে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ঝর্না মান্নান আহত হয়েছেন।

এর আগে দুপুর পৌনে ২টার দিকে জেলা ছাত্রদল সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীমসহ ১১জনকে আটক করে পুলিশ।

রওশন আলম পাপুল/আরএআর/আইআই

আরও পড়ুন