ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী শোভাযাত্রা
মাদকের কুফল ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিএনসিসি’র উদ্যোগে ঠাকুরগাঁও শহরে একটি বণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে এ মোটর শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ও ‘মাদকের কুফল ও সচেতনতা’ বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করে বিএনসিসিসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
বর্তমান ও পরবর্তী প্রজন্মকে মাদকাসক্তির থাবা হতে সচেতন এবং মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে কাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর(বিএনসিসি) মহাস্থ রেজিমেন্টের উদ্যোগে এই মাদক বিরোধী শোভাযাত্রা ও ৭ হাজার লিফলেটসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
শোভাযাত্রায় অংশ গ্রহন করেন- জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, মেজর এ্যাডজুটেন্ট হার”ন অর রশিদ, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক প্রমুখ।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দোকানির জরিমানা
- ২ গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের ১১৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে
- ৩ প্রার্থিতা ফিরে পেলেন ফরিদপুরের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান
- ৪ আদিবাসীদের জন্য রাজনৈতিক দলগুলোর ইশতেহারে কী আছে দেখতে চাই
- ৫ নোয়াখালীতে হিজড়া জনগোষ্ঠী ২ হাজার, ভোটার মাত্র ১৪