ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রামগড়ে যুবলীগের কার্যক্রম স্থগিত

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮

খাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর যুবলীগের কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। উপজেলা ও পৌর কমিটির মধ্যকার দ্বন্দ্ব ও বিরোধের কারণে সাংগঠনিক কর্মকাণ্ডে স্থবিরতার কারণে দুটি কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে রামগড় উপজেলা ও পৌর যুবলীগের কমিটির কার্যক্রম স্থগিত করার বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, রামগড় যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কাদেরের সঙ্গে রামগড় পৌর যুবলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক শামিম মাহমুদের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব ও বিরোধ চলে আসছিল। বিরোধের সূত্র ধরে বহিষ্কার, কমিটি বাতিল, আহ্বায়ক কমিটি গঠন, পরষ্পর বিরোধী মিছিল মিটিং ইত্যাদি অসাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকায় সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গসহ দলীয় কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এ ব্যাপারে খাগড়াছড়ি জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মৌখিক নির্দেশনার পরেও দ্বন্দ্ব ও বিরোধের সমাধান হয়নি, বরং মাথাচাড়া দিয়ে উঠেছে।

রামগড় উপজেলা ও পৌর যুবলীগের কমিটির কার্যক্রম স্থগিত করার বিষয়টি নিশ্চিত করে রামগড় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শামিম মাহমুদ বলেন, রামগড় যুবলীগের সভাপতি মো. আব্দুল কাদেরের সাংগঠনিক বিরোধী কর্মকাণ্ডের কারণেই জেলা যুবলীগের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে রামগড় যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কাদের সাংগঠনিক বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ অস্বীকার করে বলেন, ইতোমধ্যে অনেকেই যুবলীগ ছেড়ে আওয়ামী লীগের কমিটিতে চলে গেছে। যার ফলে জেলা যুবলীগের সভাপতি তার সঙ্গে পরামর্শ করেই উপজেলা ও পৌর যুবলীগের কমিটির কার্যক্রম স্থগিত করেছে।

মুজিবুর রহমান ভুইয়া/এমএএস/এমএস

আরও পড়ুন