ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচনে একজনের মনোনয়নপত্র বাতিল

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব মাসুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করে বলেন, এই উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিনের উপস্থিতিতে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হয়। ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব মাসুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মাহবুবুর রহমান আরও বলেন, আগামী ২৩ ফেব্রুয়ারি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ও পরদিন ২৪ ফেব্রুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৩ মার্চ।

এখন এই উপ-নির্বাচনের মাঠে থাকলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফরুজা বারী, জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জিয়া জামান খান ও গণফ্রন্টের শরিফুল ইসলাম।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সরকারদলীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন দুর্বৃত্তের গুলিতে নিহত হলে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনটি শূন্য হয়। পরে ২০১৭ সালের ২২ মার্চ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জয়লাভ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ। তিনিও সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এক মাস ঢাকায় চিকিৎসাধীন থাকার পর গত বছরের ১৯ ডিসেম্বর মারা যান। ফলে আসনটি আবারও শূন্য হয়। এ আসনে আগামী ১৩ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

রওশন আলম পাপুল/এমএএস/আইআই

আরও পড়ুন