ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অবিভাগীয় ডাক কর্মচারীদের মানববন্ধন

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৯:১২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

বাংলাদেশ অবিভাগীয় ডাক কর্মচারীদের (পোস্ট মাস্টার, পোস্টম্যান ও রানার) চাকরি জাতীয়করণসহ ৪ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে বাংলাদেশ অবিভাগীয় ডাক কর্মচারী পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা গোলাম রব্বানী, সভাপতি আজিজার রহমান, সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র মোদক ও সেকেন্দার আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন শাখা পোস্ট মাস্টার প্রতিমাসে ২ হাজার ৫২০ টাকা, পোস্টম্যান ২ হাজার ৪৬০ টাকা ও রানার মাত্র ২ হাজার ৩৬০ টাকা করে সম্মানী ভাতা পাচ্ছে। অফিস খরচ মাসে ৩০০ টাকা হলেও দেয়া হয় মাত্র ২৫ টাকা। শুধু তাই নয়, আমাদের নেই কোনো ইউনিফর্ম, ঈদ ও পূজায় নেই কোনো বোনাস, এমনকি কোনো সরকারি ছুটি পর্যন্ত নেই আমাদের।

বিভাগীয় কর্মচারীদের চেয়ে আমরা অবিভাগীয় ডাক কর্মচারীদের কাজের পরিধি বেশি হলেও আজ পর্যন্ত চাকরি জাতীয়করণ করা হয়নি। ফলে আমরা অবিভাগীয় ডাক কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি।

মানববন্ধনে বক্তারা অবিভাগীয় ডাক কর্মচারীদের চাকরি জাতীয়করণ, ন্যূনতম মাসিক বেতন ১৮ হাজার টাকা নির্ধারণ, প্রত্যেক শাখা পোস্ট অফিসের জন্য সরকারি অর্থায়নে ভবন নির্মাণ ও ডাক ব্যবস্থার আধুনিকায়ন করার দাবি জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের মাধ্যমে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেন পোস্ট মাস্টার, পোস্টম্যান ও রানাররা।

রওশন আলম পাপুল/এমএএস/আইআই

আরও পড়ুন