ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রাম প্রেস ক্লাব নির্বাচনে নীলু-বিপ্লব প্যানেল জয়ী

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৬:১০ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৮

কুড়িগ্রাম প্রেস ক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে নীলু-বিপ্লব প্যানেল নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার কুড়িগ্রাম প্রেস ক্লাবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট চলাকালীন সময়ে ক্লাবের ৩৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ সময় সভাপতি পদে বাংলাদেশ টেলিভিশন ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু এবং একুশে টেলিভিশন ও রেডিও টুডের প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব সাধারণ সম্পাদক নির্বাচিত হোন।

এছাড়া সহ-সভাপতি পদে দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার হারুন-উর-রশীদ, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি রেজাউল করিম রেজা, যুগ্ম সম্পাদক পদে যমুনা টিভি ও জাগোনিউজ২৪.কমের প্রতিনিধি নাজমুল হোসেন, কোষাধ্যক্ষ পদে স্থানীয় দৈনিক জাগোবাহে পত্রিকার সম্পাদক রেজাউল করিম, দপ্তর সম্পাদক পদে দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি এম রহমান রঞ্জু, ক্রীড়া সম্পাদক পদে নিউজ ২৪ টেলিভিশন ও দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য্য, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ডেইলি ইনডিপেন্ডন্ট পত্রিকার প্রতিনিধি ও স্থানীয় দৈনিক সকালের কাগজ পত্রিকার সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে চ্যানেল ২৪ টেলিভিশনের প্রতিনিধি গোলাম মাসুদ, কার্যকরী সদস্য পদে বাংলাদেশ বেতার জেলা সংবাদদাতা মো. শাহাবুদ্দিন আহমেদ, বাংলাভিশন টেলিভিশন ও দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, দৈনিক প্রথম আলো পত্রিকার প্রতিনিধি সফিখান এবং দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি এবি সিদ্দিক নির্বাচিত হয়।

কুড়িগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা করেন এনটিভির প্রতিনিধি হাসিবুর রহমান হাসিব, সদস্য দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মিন্টু ও দৈনিক বজ্রশক্তি পত্রিকার শাহআলম।

নাজমুল হোসেন/এএম/আইআই

আরও পড়ুন