গাইবান্ধা-১ আসন : উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দ
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে অংশগ্রহণকারী চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলায় ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ৫৫৬ জন। এরমধ্যে পুরুষ এক লাখ ৬৪ হাজার ৯৩৪ জন এবং নারী এক লাখ ৭৩ হাজার ৬২২ জন। মোট ভোট কেন্দ্র ১০৯টি।
প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফরুজা বারী নৌকা প্রতীক, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি লাঙ্গল প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জিয়া জামান খাঁন আম প্রতীক ও গণফ্রন্টের শরিফুল ইসলাম মাছ প্রতীক পেয়েছেন।
উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার জি এম সাহাতাব উদ্দিন বলেন, নির্ধারিত দিনে চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এখন থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। এছাড়া সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি।
এই আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু যাচাই-বাছাইয়ের সময় ক্রটি থাকায় স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব মাসুদের মনোনয়নপত্র বাতিল করা হয়। বর্তমানে এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সরকারদলীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনজুরুল ইসলাম লিটন দুর্বৃত্তের গুলিতে নিহত হলে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনটি শূন্য হয়। পরে ২০১৭ সালের ২২ মার্চ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জয়লাভ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ। তিনিও সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এক মাস ঢাকায় চিকিৎসাধীন থাকার পর গত বছরের ১৯ ডিসেম্বর মারা যান। ফলে আসনটি আবারও শূন্য হয়। এ আসনে আগামী ১৩ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রওশন আলম পাপুল/এফএ/জেআইএম