ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘জাতিসংঘে বাংলা চাই’ চাঁপাইনবাবগঞ্জে ক্যাম্পেইন শুরু

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৭:৫০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা এ দাবির সমর্থনে এবং ‘জাতিসংঘে বাংলা চাই’ স্লোগানে অনলাইন ভোটিং ক্যাম্পেইন চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবে প্রধান অতিথি থেকে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ হোসেন খান।

Chapainawabganj-1

প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলা ভাষার জন্য এ দেশের মানুষ প্রাণ দিয়েছে, যা বিশ্বের অন্য কোনো ভাষার জন্য দেয়নি। এটা আমাদের প্রাণের দাবি। তাই জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা চালু করতে হবে। ক্যাম্পেইনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে এবং নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এ বিষয়ে প্রচার ও ভোট দানের আহ্বান জানান তিনি। এ মহতি উদ্যোগের জন্য জাগোনিউজ২৪.কম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান অতিরিক্ত জেলা প্রশাসক।

Chapainawabganj-2

নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাযহারুল ইসলাম তরু বলেন, বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা, অনেক ভাষার সংমিশ্রনে এ ভাষার উদ্ভব। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষা চালু হলে অন্যান্য ভাষার মানুষেরা অল্প সময়ে এবং খুব সহজেই এ ভাষা শিখতে পারবে।

Chapainawabganj-4

এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক চাঁপাই দৃষ্টির নির্বাহী সম্পাদক মো. রফিকুল আলম, কবি আমিনুল ইসলাম, সাংবাদিক মনিরুল ইসলাম বাদল, নাসিম মাহমুদ, রবিউল হাসান ডলার, ইমতিয়ার ফেরদৌস সুইট, এম এ মাহবুব, দৈনিক চাঁপাই চিত্রের বার্তা সম্পাদক ফয়সাল মাহমুদ, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক মামুন অর রশিদসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

আলোচনা শেষে অতিথিরা জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা এ দাবিতে অনলাইনে ভোট করেন। পরে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আব্দুল্লাহ/এমএএস/পিআর