ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘জাতিসংঘে বাংলা’র দাবিকে আন্দোলনে পরিণত করতে হবে

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা’ এ দাবিতে রাজবাড়ীতে অনলাইন আবেদনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ উপলক্ষে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এ সময় র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে রাজবাড়ী প্রেস ক্লাব মিলনায়তনে ‘জাতিসংঘে বাংলা চাই’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সবাই অনলাইন ভোটিং কার্যক্রমে অংশগ্রহণ করেন। এতে রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. খান মো. জহুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইন আবেদনের উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান।

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ গ্রুপের সহযোগিতায় ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমের আয়োজনে সভায় স্বাগত বক্তব্য রাখেন জাগো নিউজের রাজবাড়ী জেলা প্রতিনিধি রুবেলুর রহমান।

RAJBARI

রাজবাড়ী বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ও সাংবাদিক আসিফ মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ডা. আব্দুর রহিম মোল্লা, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মমিন, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী প্রভাত দাস বিষ্ণুসহ প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তী, এসএ টিভির জেলা প্রতিনিধি সাজিদ হোসেন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি ইমরান হোসেন মোনিম, দৈনিক নবচেতার জেলা প্রতিনিধি আনোরুল ইসলাম, স্থানীয় দৈনিক রাজবাড়ী কণ্ঠের প্রতিনিধি আতিয়ার রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

RAJBARI

ব্যবসায়ী প্রভাত দাস বিষ্ণু বলেন, জাগো নিউজ আজ ভাষার জন্য যে আয়োজনটি করেছে তা সত্যিই প্রসংশার দাবিদার।

ডা. আব্দুর রহিম মোল্লা বলেন, জাগো নিউজের এ দাবিকে আন্দোলনে পরিণত করতে হবে। আমাদের দেশের অনেক জায়গায় এখনও ইংরেজিতে অনেক কিছু লেখা থাকে, যা দ্রুত অপসারণ করা প্রয়োজন। জাতিসংঘে বাংলা চাই এ আন্দোলকে ভোটের মাধ্যমে আরো এগিয়ে নিতে হবে।

প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, ভাষা ও সাহিত্য অন্যতম। ইংরেজি ও বাংলা ভাষা সম-সাময়িক আর প্রচীন। জাগো নিউজের এ দাবি যথার্থ। বাংলা ভাষার দাবিতে ইতোমধ্যে আমাদের দেশসহ পশ্চিমবঙ্গের জাতীয় সংসদে বিল পাস হয়েছে। প্রধানমন্ত্রীও জাতিসংঘে দাবি উত্থাপন করেছেন। আমরা আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেলে কেন জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি পাব না। আমরা আশা করছি অনলাইনে ভোটের মাধ্যমে এ দাবিটি আরো জোরালো ভূমিকা রাখবে এবং দ্রুত জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি পাবে।

রুবেলুর রহমান/এফএ/এমএস

আরও পড়ুন