ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিরলে জুট মিলের আগুনে ১১ শ্রমিক দগ্ধ, ক্ষতি ২শ কোটি

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

দিনাজপুরের বিরল উপজেলায় রূপালী বাংলা নামে একটি জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১১ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতাল ও বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এছাড়া প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হুসনা এলাকায় রূপালী বাংলা জুট মিলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। নিমিষেই আগুন পুরো মিলে ছড়িয়ে পড়ে। এসময় মিলে প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করছিলেন। খবর পেয়ে দিনাজপুর, বোঁচাগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

media

প্রচণ্ড তাপের কারণে এখনও উদ্ধার কাজ সম্পন্ন করা যাচ্ছেনা বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ভেতরে কেউ আটকা পড়েনি বলে নিশ্চিত করেছেন দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আকতার হানিফ খান।

অগ্নিদগ্ধ, বিরল উপজেলার কলেজপাড়া গ্রামের ধর্মন রায়ের স্ত্রী মিল শ্রমিক জামিলি বালা (৪৫), মাধববাটি গ্রামের আজিজার রহমানের ছেলে মিল শ্রমিক মিজানুর (২০) ও নীলফামারী জেলার আদিতমারী গ্রামের বজলুর রহমানের ছেলে মিল শ্রমিক নিপুকে (১৮) দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

media

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আকতার হানিফ খান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

রূপালী বাংলা জুট মিলের স্বত্ত্বাধিকারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ বলেন, মিলে গুদামজাত পাট ও মিলের যন্ত্রাংশসহ প্রায় ৩০০ কোটি টাকার মালামাল ছিল। প্রাথমিকভাবে ধারণা করছি, আগুনে ২০০ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

এমদাদুল হক মিলন/এমএএস/এমএস