ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কোটি টাকার হেরোইনসহ বাসচালক গ্রেফতার

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ১১:০৯ এএম, ০১ মার্চ ২০১৮

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে এক কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাসচালক মো. ডালিমকে (৩৫) গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।

এর আগে বুধবার গভীর রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ বাসচালককে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাসচালক ডালিম চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা বাজার স্টেশন এলাকার মো. শুকুর আলীর ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে হাটিকুমরুল গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে বাস তল্লাশি করা হয়।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলস’র চালকের ব্যাগ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। বাসচালক ডালিম পুলিশ হেফাজতে আছে। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় এক কোটি টাকা। এ ঘটনায় মামলা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি

আরও পড়ুন