লিফলেট বিতরণের সময় উপজেলা চেয়ারম্যান আটক
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণের সময় মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমানকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ শহর থেকে তাকে আটক করা হয়।
দলীয় সূত্র জানায়, জেলা বিএনপি নেতা ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা কয়েকজন নেতা-কর্মী নিয়ে শহরের বিভিন্ন দোকানে ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করছিলেন। এ সময় পুলিশ লিফলেট কেড়ে নেয়। এর পর তাকে আটক করে পুলিশ ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, বিনা অনুমতিতে লিফলেট বিতরণ করার কারণে আতাউর রহমান আতাকে আটক করা হয়েছে।
বি.এম খোরশেদ/এএম/আরআইপি