ঘরের ভেতর স্ত্রী-কন্যার মরদেহ, স্বামী লাপাত্তা
ছবি-ফাইল
দিনাজপুরের বিরামপুরে ৯ বছরের শিশুকন্যাকে হত্যা করে আত্মহত্যা করেছেন সুমী আক্তার লতিফা (৩৫) নামে এক নারী। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার পলি খিয়ার মাহমুদপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই স্বামী লাপাত্তা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সুমী আক্তার লতিফা বিরামপুর উপজেলার পলিখিয়ার মাহমুদ গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী ও শিশু কন্যা নাসরিন আক্তার খিয়ার মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
২নং কাটলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন জানান, রোববার বিকেলে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বেরিয়ে যায় স্বামী তোফাজ্জল হোসেন। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার শয়নকক্ষে সুমী আক্তারের ঝুলন্ত মরদেহ এবং শিশুকন্যা নাসরিন আক্তারের মরদেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন।
তিনি আরও জানান, শিশুটির মুখে বিষের গন্ধ ছিল। সে থেকেই ধারণা করা হচ্ছে শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যা করে মা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনার পর স্বামী তোফাজ্জল হোসেন পলাতক রয়েছে।
বিরামপুর থানার ওসি মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপিতে যোগদানের পর আ’লীগ নেতার বাড়িঘরে অগ্নিসংযোগ-লুটপাট
- ২ ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ধোঁয়া-ছাইয়ে বিপন্ন জনজীবন
- ৩ রামুতে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্ডকে গুলি করে হত্যা
- ৪ প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, ভিডিও ভাইরাল
- ৫ তারেক রহমানের ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র: মির্জা ফখরুল