ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধা প্রেসক্লাবে প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ০৬ মার্চ ২০১৮

গাইবান্ধা প্রেসক্লাবের প্রীতি সম্মিলন উপলক্ষে মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে ‘আনন্দ নীলে পাখা মেলে দিলে’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে শোভাযাত্রা, আলোচনা সভা, ওয়েবসাইট উদ্বোধন, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৯টায় প্রেসক্লাব চত্বরে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি কে এম রেজাউল হক।

jagonews24

দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার, গাইবান্ধা পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা তথ্য অফিসার সাবিহা আক্তার লাকী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু ও যুগ্ম-সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা প্রমুখ।

অনুষ্ঠানে সাংবাদিকতায় অবদানের জন্য ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বাবু, কার্য নির্বাহী সদস্য খুরশিদ বিন আতা খসরু ও সাধারণ পরিষদের সদস্য মমতাজুল ইসলাম লিয়াকতকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

jagonews24

এছাড়া সাংবাদিক ও কর্মচারীদের কৃতি সন্তানদের সম্মাননা স্মারক দেয়া হয়। তারা হলেন রেজওয়ানুল আলম অনন্ত, আসমাউল হুসনা নিপা, সুবাহ তাবাচ্ছুম, সামছি আরা তানবিন, গীতাঞ্জলী সরকার বৃন্তি ও এবাদত হাসান শাওন।

অনুষ্ঠানে গাইবান্ধা প্রেসক্লাবের ওয়েবসাইট উদ্বোধন করেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি। শেষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে সুরবানী সংসদের শিল্পীরা সংগীত পরিবেশন করে।

রওশন আলম পাপুল/এমএএস/আরআইপি

আরও পড়ুন