ভাণ্ডারিয়ায় ৭টি দোকান আগুনে ভস্মীভূত : ৩০ লক্ষ টাকার ক্ষতি
ফাইল ছবি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি বাজারের সাতটি দোকান আগুনে পুড়ে গেছে। এতে ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার ইকড়ি বাজারের একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন বাজারে ছড়িয়ে পড়ে।
এসময় স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসনে। পরে ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে দুই ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় দোকান মালিকরা ক্ষতির পরিমাণ ৭০ লক্ষ টাকা দাবি করলেও ভণ্ডারিয়া ফায়ার সার্ভিস জানয় ক্ষতির পরিমাণ ৩০ লক্ষ টাকা।
হাসান মামুন/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা
- ২ বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে টাকা দাবি, জিডি
- ৩ ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ
- ৪ ফরিদপুরে খেলা দেখা নিয়ে হোস্টেলে সিনিয়র-জুনিয়র মারামারি, আহত ৭
- ৫ মহিলা জামায়াতের ‘কোরআন ক্লাসে’ যুবদলের বাধা, উত্তেজনা