ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পঞ্চগড়ে নির্মাণাধীন পেট্রল পাম্পের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৪:১৩ পিএম, ০৭ মার্চ ২০১৮

পঞ্চগড়ের খানপুকুর এলাকায় ‘পঞ্চগড় ফিলিং স্টেশন’ নামে নির্মাণাধীন একটি পেট্রল পাম্পের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ধসে পড়া ছাদের নিচ থেকে সাত শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

media

নিহতরা হলেন- জেলা শহরের আক্কাস আলীর ছেলে গোলাম মাওলা লিটন (৩৫) ও ইউসুফ আলীর ছেলে বাবু (২৬)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।

শফিকুল ইসলাম/আরএআর/এমএস

আরও পড়ুন