পঞ্চগড়ে পেট্রল পাম্পের ছাদ ধসে নিহত বেড়ে ৩
পঞ্চগড়ে নির্মাণাধীন পেট্রল পাম্পের ছাদ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। বুধবার দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে খানপুকুর এলাকায় ওই পেট্রল পাম্পের ছাদ ঢালাইয়ের সময়ে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় আহত ছয় শ্রমিককে উদ্ধার করে দমকল বাহিনীর সদস্যরা। আহতদের প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে তিন শ্রমিককে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- জেলা শহরের পূর্ব জালাসী এলাকার আক্কাস আলীর ছেলে লিটন (৩৫), চাঁনপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে বাবু (২৬) এবং দর্জিপাড়া এলাকার আব্দুল বাতেনের ছেলে সাজু (৩৫)।
পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে জেলা শহরের দুই পেট্রল পাম্প ব্যবসায়ী আবু হীরন এবং আবুল কাশেম রুমেলের মালিকানাধীন পঞ্চগড় ফিলিং স্টেশনের নির্মাণ কাজ চলছিল। পাম্পের সামনের অংশের প্রায় ২০ ফুট উঁচু ছাদ ঢালাইয়ের সময় ছাদটি হঠাৎ একপাশ থেকে ধসে পড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক ছাদের নিচে চাপা পড়েন। খবর পেয়ে বোদা ও পঞ্চগড় দমকল বাহিনীর দুটি ইউনিট, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় চাপা পড়া নয় নির্মাণ শ্রমিককে উদ্ধার করা হয়। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ছাদ ঢালাই কাজে বিভিন্ন পর্যায়ের প্রায় ৫০ শ্রমিক কাজ করছিলেন।
আহতরা হলেন- জেলা সদরের ডুডুমারী এলাকার হাবিবুর রহমানের ছেলে তহিদুল ইসলাম (২০), খানপুকুর এলাকার আব্দুল কাদেরের ছেলে তোয়াবুর রহমান (৩০), একই এলাকার বাবলু ইসলামের ছেলে রহিম উদ্দিন (২০), মোমিনুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২২) ও বোদা উপজেলার কালিয়াগঞ্জ আমতলা এলাকার রহিম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫)। এদের মধ্যে তহিদুল, তোয়াবুর ও রহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর পাঠানো হয়। এছড়াও আহত এক শ্রমিকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার পরপরই জেলা প্রশাসক মোহম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহাম্মেদ এবং পৌরসভা মেয়র তৌহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সন্ধা সাড়ে ৬ টায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে দমকল বাহিনী। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল আলীম খাঁন ওয়ারেশীকে প্রধান করে তাৎক্ষণিক পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
পঞ্চগড় দমকল বাহিনীর স্টেশন অফিসার নিরঞ্জন সরকার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করা হয়। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আমরা উদ্ধার কাজ সম্পন্ন করেছি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম আজম বলেন, নির্মাণাধীন ওই পেট্রল পাম্পের ছাদ ধসে হতাহতের ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। প্রতিবেদন পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সফিকুল আলম/আরএআর/জেআইএম