দিনাজপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
ছবি-প্রতীকী
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা আড়াইটার দিকে নদীতে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
শিশু দুইটি ঘোড়াঘাট উপজেলার ১ নং বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামের মৃত আহম্মদ হোসেনের ছেলে রিফাত(৭) এবং ওমর ফারুক (৭)। তারা দুইজনেই সরকারি প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, শনিবার বেলা আড়াইটার দিকে দুই শিশু করতোয়া নদীতে গোসল করতে যায়। এ সময় তারা নদীতে ডুবে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তাদেরকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
এমদাদুল হক মিলন/এএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ধোঁয়া-ছাইয়ে বিপন্ন জনজীবন
- ২ রামুতে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্ডকে গুলি করে হত্যা
- ৩ প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, ভিডিও ভাইরাল
- ৪ তারেক রহমানের ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র: মির্জা ফখরুল
- ৫ ইঞ্জিন বিকলে ৬ ঘণ্টা পর সচল মেঘনা এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা