ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি | চট্টগ্রাম | প্রকাশিত: ১১:৪৫ এএম, ১৬ মার্চ ২০১৮

ঢাকা-চট্টগ্রাম মহসড়কের সীতাকুন্ডে যাত্রীবাহী একটি বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে অজ্ঞাত দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১৬ জন।

শুক্রবার ভোর ৪টার দিকে মহসড়কের সুনতানা মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদ আলম জাগো নিউজকে বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা ইয়ার-৭১ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘঁটনাস্থলেই দুই অজ্ঞাত ব্যক্তি নিহত হন। আহত ১৫ জনকে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিহত দুইজনের পরিচয় জানা যায়নি। ঘটনার পরপরই নিহতদের ছবি একাত্তর মিডিয়া অফিসে পাঠানো হলে তারা জানিয়েছে এদের মধ্যে গাড়ির ড্রাইভার বা হেলপার নেই। সঙ্গত কারনেই প্রশ্ন থাকে, তাহলে কী গাড়িটির বনেটে যাত্রী নেয়া হয়েছিল?। কেননা ওই দুইজন বাসের সামনের দিকে পিষ্ট হন।’

এনএফ/এমএস

আরও পড়ুন